• ঢাকা বুধবার
    ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ক্ষমতায় গেলে সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে: বি.এন.পি নেতা নিতাই রায় চৌধুরী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৮:২৯ পিএম

ক্ষমতায় গেলে সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে:  বি.এন.পি নেতা  নিতাই রায় চৌধুরী

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী  সংসদের  সহ -সভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল গুম সহ  হত্যাকান্ডের বদলা নেয়া হবে।  ক্রসফায়ারের নামে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের , খুন করা হয়েছে  সব হত্যাকান্ডের বিচার করা হবে। জাতিকে অবিশাপ  মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে।

বিএনপি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন চায়না। আগে জাতীয় নির্বাচন হতে হবে।  

শেখ হাসিনা ১৫ বছরে দেশের ব্যংক, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়েছে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ’৭৫ এ  শেখ মুজিব পালিয়ে গিয়েছিল শেখ হাসিনাও ২৪ এ পালিয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জার্ক পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা -১আসনের  সাবেক  হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ডা. শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী। আরো বক্তব্য দেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক  হাবিবুর রহমান হাবিব, তারিকুল হাসান, মৃনাল  কান্তি রায়, আবুল হাসান হাদী, তাসকীন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম, ডা. শহিদুর রহমান, সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বিএনপি নেতা  কামরুজ্জামান  ভুট্ট প্রমূখ।

অনুষ্ঠানের বক্তারা জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকারের সাথে হাত মিলিয়ে একটি দল নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এদেশের জনগন মেনে নেবেনা। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, কারও ফাদে পা দেবেন না। দ্রুত সময়ে  নির্বাচন দিয়ে জনগনের সরকারে হাতে দেশ তুলে দিন। যত কিছু সংস্কার করেন না কেন তা বাস্তবায়ন করতে হলে সংসদ লাগবে। তাই কোনো তালবাহানা না করে আগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। বিএনপি ৩১ দফা মানলে আর কোনো সংস্কারের  দরকার নেই বলে মন্তব্য করেন বক্তারা।

এসময় সেখানে  জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার থেকে আগত  হাজার হাজার নেতা-কর্মীদের ভিড়ে  শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা স্থল কানায় কানায় ভরে ওঠে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ