• ঢাকা মঙ্গলবার
    ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১১:৩৬ পিএম

লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

লালমনিরহাট প্রতিনিধি

জাগো বাহে তিস্তা বাচাই‍‍` স্লোগানে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচি সফলভাবে সমাপ্ত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন  মূল্যায়নসভা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

সোমবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ পুরাতন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক ও কেন্দ্রীয় বিএনপি‍‍`র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির সকল সমন্বয়ক, জেলা বিএনপি‍‍`র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শুশীল সমাজের প্রতিনিধি, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, সাংবাদিকসহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত সাধারণ মানুষেরা এ অনুষ্ঠানে অংশ নেয়।

এ মূল্যায়ন সভায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগের পাঁচ জেলার মানুষের সঙ্গে একত্বতা প্রকাশ করে বলেন, যারা ৪৮ ঘন্টার কর্মসূচিটি কষ্ট করে সফল করেছেন তাদের প্রত্যেককের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, যারা এই আন্দোলনে আত্মত্যাগ করতে শিখেছে তাদের এই আত্মত্যাগ কোনদিন বৃথা যেতে পারবেনা।

এসময় লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিক, শুশীল সমাজ ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

আর্কাইভ