• ঢাকা মঙ্গলবার
    ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সাজেকে আগুনে পুড়েছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১১:৩৪ পিএম

সাজেকে আগুনে পুড়েছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ

রাঙামাটি প্রতিনিধি

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রুইলুই পাড়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, মনটানা, অবকাশ, নীল পাহাড়ি রিসোর্ট, রেস্তোরাঁসহ আশপাশের একাধিক স্থাপনা পুড়ে যায়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন জানান, "অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নই। আগুনে প্রায় ৩০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে।"

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, খাগড়াছড়ির দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা, ও পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ