• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

রাঙ্গামাটিতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৫ পিএম

রাঙ্গামাটিতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

‎নির্বাচনের রোডম্যাপ ঘোষনাসহ নানা দাবিতে রাঙ্গামাটিতে  বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

‎দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ , আইন শৃংখলার উন্নতি , পতিত  স্বৈরাচারের দোসরদের বিচার ও  দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে রাঙ্গামাটি জেলা বিএনপি বিশাল জনসভা করে। 

‎বিএনপির জনসভায় যোগ দিতে পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলার পাহাড়ি বাঙ্গালী সর্বস্তরের  নেতাকর্মী ও সমর্থকরা রাঙ্গামাটি শহরে এসে জমায়েত হয়।

‎আজ সোমবার, বেলা ৩টায় রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয এই জনসভা।

‎সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবংদ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত এই জনসভা ঘিরে রাঙ্গামাটিতে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়।

‎জনসভা  সফল করতে  রাঙ্গামাটির এই জনসভা হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে।
‎নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে , দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবী জানান।
‎রাঙ্গামাটি জেলা বিএনপি‍‍`র স্মরণ কালের এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  হাবিব উন-নবী খান সোহেল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

‎রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বিএনপির কেন্দ্রীয় নেতা 
‎মাহবুবের রহমান শামীম, হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংস্কারের নামে কালক্ষেপণ না করে গনতন্ত্রের উত্তরনে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান।

আর্কাইভ