• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পানে বিষ মিশিয়ে ননদকে হত্যা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৭:৫৬ পিএম

পানে বিষ মিশিয়ে ননদকে হত্যা

দেশজুড়ে ডেস্ক

বগুড়ার গাবতলী উপজেলায় এক নারীর বিরুদ্ধে পান ও জর্দার সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে ননদকে হত্যার অভিযোগ উঠেছে একই উপায়ে শাশুড়িকেও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নারীর স্বামী আল আমিন বাদী হয়ে শুক্রবার (১৬ জুলাই) গাবতলী থানায় মামলা করেছেন। এ ঘটনায় পপি বেগম (২২) নামের ওই নারীকে পরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গাবতলী উপজেলার ধোড়া মধ্যপাড়ার মোজাম্মেল মণ্ডলের ছেলে আল আমিনের সঙ্গে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া কাজীপাড়ার জহুরুল ইসলামের মেয়ে পপি আকতারের বিয়ে হয়। বর্তমানে তাদের আতিকা নামে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে বউ ও শাশুড়ির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।


মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে পপি বেগম শাশুড়ি রাশেদা বেগমকে (৫০) হত্যার উদ্দেশ্যে পান ও জর্দার মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেন। পান খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে মেয়ে (ননদ) সখি বেগম (২৭) পরদিন সকালে দেখতে আসেন। মাকে দেখতে আসলে সখি বেগমকেও গালিগালাজ করেন পপি। একপর্যায়ে ননদ সখি বেগমকেও পান ও জর্দার সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাওয়ায়।

পান খাওয়ার পর সখি বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার (১৪ জুলাই) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আসামি পপি বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্রাট/নির্জন

আর্কাইভ