• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সৈয়দপুরে সতীর্থের ৩ দিনের বইমেলার সমাপ্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৫৪ পিএম

সৈয়দপুরে সতীর্থের ৩ দিনের বইমেলার সমাপ্তি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ‍‍`সতীর্থ বইমেলা- ২০২৫‍‍` শেষ হয়েছে শনিবার (২২ ফেব্রুয়ারি)।

এ দিন সন্ধ্যায় গ্রন্থমেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই- আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান।

সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও বইমেলা আয়োজন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব  ইকবাল হোসেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন  ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। এছড়া গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক স্টল সজ্জায় বাছাইকৃত প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদ প্রদান হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংক্ষিপ্ত পরিসরে হলেও তিন দিনব্যাপী এ বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক ও দর্শক  আনাগোনায় মুখরিত ছিল এই মেলা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ