• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:৪১ পিএম

মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির

বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর মোংলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসক। পরে পৃথক পৃথক র‍্যালী নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, যুবদল, ছাত্র দল সহ দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটি, অঙ্গসংগঠন সমূহ,  বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল (কেন্দ্রিয় সংসদ) এর সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির আহবায়ক স.ম ফরিদ, সদস্য সচিব মো. আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, যুদল নেতা মো: আলাউদ্দিন হোসেন, বি এম ওয়াসিম আরমান, রাজ বাপ্পা, মো: মিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো: সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, পৌর ছাত্রদল সদস্য সচিব মীর সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ