• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধনে সিইসিকে অনুরোধ করব: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৭:০৬ পিএম

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধনে সিইসিকে অনুরোধ করব: ধর্ম উপদেষ্টা

মাদারীপুর প্রতিনিধি

ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে না– এমন প্রশ্ন রেখে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এই দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে।’

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহর (র.) স্মৃতি বিজড়িত ‘বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দিয়েসমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’

ওয়াজ মাহফিলে ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা শ্রমিকদের ওপর অত্যাচার করত। তাদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিত। কৃষকদের জুলুম করত। জোর করে কাজ করাত। কৃষকরা তাদের ন্যায্য মজুরিও পেত না। তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরিয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন।’

হাজী শরিয়তুল্লাহই দেশের প্রথম মুক্তিযোদ্ধা বলেও দাবি করেন ধর্ম উপদেষ্টা। আগামীতে বইপুস্তকে হাজী শরিয়তুল্লার জীবনী ও সমাজ সংস্কারে তাঁর অবদান তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এসময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশিন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ