• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
"আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"

ফরিদপুরে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাতে মানুষের ঢল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:২৪ এএম

ফরিদপুরে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাতে মানুষের ঢল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো মানুষ।

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, বিএনপি,  অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলে।

এরপর শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে বিএনপিসহ রাজনৈতিক দল, পৌরসভা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ