• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

লালমনিরহাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:১৮ এএম

লালমনিরহাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার এবং জেলার বিভিন্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে লালমনিরহাট সাপটানা বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

পরে পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট  জেলা সরকারি কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানান জেলা বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু সহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব লালমনিরহাট, বাংলাদেশ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।

পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ