• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:৩৮ পিএম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম ব্যুরো

বুধবার(১৯ ফেব্রুয়ারি)২০২৫খ্রি সকাল ৯:০০ ঘটিকার সময়  চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বেঃ
মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভার শুরুতে চট্টগ্রাম পুলিশ সুপার- থানা, ফাড়িঁ, তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মুক্ত আলোচনা করেন।
এ সময় পুলিশ সদস্যগণ অত্যন্ত সাবলীলভাবে তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন।
পুলিশ সুপার  জনাব সাইফুল ইসলাম তাদের বক্তব্য ও আবেদন অত্যন্ত ধৈর্য সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

তিনি বিভিন্ন ইউনিটে বিশুদ্ধ পানির ফিল্টার, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র প্রদান এবং ধোপাছড়ি তদন্ত কেন্দ্রের আইসিকে একটি মোটরসাইকেল হস্তান্তর করেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ সদস্যদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত আন্তরিক এবং শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। পুলিশ সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, জনগনের যে কোন আইনি সমস্যা নিরসনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। কখনো কোন পরিস্থিতির কাছে নত স্বীকার না করে দায়িত্ব পালনের জন্য সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জাতীয়, রাষ্ট্রীয় ও সামাজিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে।
তিনি ফোর্সের আবাসন, যানবাহন, খাবার, খেলাধুলা ও বিনোদন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে জেনে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব মো: জুনায়েত কাউসার এর সঞ্চালনায় এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন, সার্কেল অফিসার ও অফিসার্স ইনচার্জগন উপস্থিত ছিলেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ