• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

যাকাতের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:০৫ পিএম

যাকাতের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলী। বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে।

পাবনা প্রতিনিধি

দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসায় যাকাত দিয়ে সহযোগিতা করে আসছেন পাবনার অনেক চিকিৎসক। যাকাতের মাধ্যমে স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন তারা। স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্পের মাধ্যমে অনেক দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। গত বছর থেকে শুরু হওয়া এ প্রকল্পে এবছর আরো বেশি মানুষকে স্বাস্থ্যসেবায় যাকাতের সহযোগিতা পৌঁছে দিতে চান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‍‍`যাকাত দিয়ে দরিদ্রতা বিমোচন‍‍` এর বিশেষ আলোচনা সভায় এ কথা জানান চিকিৎসকরা।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সহ-সভাপতি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সোবহান, ডা. সালেহ মুহাম্মাদ আলী, ডা. আইনুল হক, ডা. শাহরিয়ার কবির, ডা. নার্গিস সুলতানা। স্বাগত বক্তব্য দেন, স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার।

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে প্রকল্পের সফলতা কামনায় দোয়া করা হয়।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার বলেন, ‍‍`গত বছর থেকে আমাদের এ প্রকল্প শুরু হয়েছে। ২০২৪ সালে আমরা ২ লাখ ৩০ হাজার টাকা যাকাতের অর্থ সংগ্রহ করতে পেরেছিলাম। সেখান থেকে ২৪ জন হতদরিদ্র মানুষকে অপারেশন ও চিকিৎসা সহায়তা করতে পেরেছি। যাকাতের অর্থ নিয়ে চিকিৎসকরা যদি এগিয়ে আসেন তাহলে দেশ ও মানুষের কাজে লাগবে।‍‍`

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলী বলন, ‍‍`আমাদের সমাজে অনেক গরীব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। আবার অনেকের কাছে টাকা চেয়েও পায় না। এজন্য আমাদের উদ্যোগ যাকাতের অর্থ সংগ্রহের মাধ্যমে ফান্ড তৈরি করা। এর মাধ্যমে গরীব অসহায় মানুষদের চিকিৎসাসেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারবো। তাই সকল চিকিৎসকদের প্রতি আহ্বান আপনারা যাকাতের অর্থ দিয়ে আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করবেন।‍‍`

পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, ‍‍`চিকিৎসকরা যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। সমাজের যারা নিতান্তই অসহায় গরীব টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। আমিও আমার সাধ্যমতো যাকাতের অর্থ সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকবো।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ