• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘলাইন

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৫:৩৪ পিএম

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘলাইন

দেশজুড়ে ডেস্ক

সড়কে যানবাহনের দীর্ঘ লাইন। বাসের জানালায় যাত্রীদের আক্ষেপ যুক্ত চাহনি। কোরবানির পশুর গাড়িগুলোতেও খামারিদের চেহারায় ভেসে উঠেছে চিন্তার রেখা। আবার হাত পাখা দিয়ে পশুদের বাতাস করতেও দেখা যায় কয়েকটি গাড়িতে।

চিত্রটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট ও তার আশপাশের এলাকার সড়কের।

শুক্রবার (১৬ জুলাই) দৌলতদিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও বাসসহ অন্তত চার শতাধিক য‌ানবাহন।  আরও অন্তত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে জেলার গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহ‌াসড়কে। তীব্র গরমে ট্রাকে থাকা কোরবানির পশু অসুস্থ হতেও দেখা যায় সেখানে। সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন বাসচালক ও য‌াত্রীরা।

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানীর পশু বিক্রির জন্য রাজধানীর গাবতলীর হাটে খামারি যাচ্ছেন মসিউর রহমান। । কিন্তু দীর্ঘ যানযটের কারণে পশু নিয়ে তিনিও আটকে আছেন সড়কে।

তিনি বলেন, গরম থেকে ব‌াঁচাতে গরুকে হাত পাখা দিয়ে বাতাস করছি। অনেকের গরু ট্রাকে অসুস্থ হয়ে পড়ে। এভাবে গরু অসুস্থ হলে আমাদের লোকসানে পড়তে হবে।

গোয়ালন্দ ঘাটে আটকে থাকা এক যাত্রীবাহী বাসচালক বলেন, এখন ঢাকামুখি যাত্রীদের চাপ কম। মূলত যাত্রী নিয়ে আসতে ঢাক‌ায় আসছেন তারা। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় সময় মতো পৌঁছাতে পারবো কিনা জানি না।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া য‌াত্রীবাহী পরিবহনের পাশাপাশি পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে। যে কারণে দৌলতদিয়ায় দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।

ইফাত/নির্জন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ