
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৫১ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ আছে।
মঙ্গলবার সকাল থেকে কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তভুক্ত করার জন্য মঙ্গলবার সকাল থেকে ফরম বিতরন শুরু করেন। এ খবর ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্রশিবির কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন শ্লোহগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে ছাত্রদলের সাথে ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষ কুয়েটের ক্যাম্পাসের বাহিরেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে।
তাঁদের দাবি কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ এবং শাস্তির বিধান উল্লেখপূর্বক প্রজ্ঞাপন আকারে অর্ডিন্যান্স এ যুক্ত করতে হবে। যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কুয়েটে রাজনীতি প্রবেশের জন্য সহায়তা করেছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। নিরাপত্তাজনিত কারণে কুয়েট ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনতে হবে।
এ হামলার জন্য ১৮ জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাসহ ৪ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এঘটনায় খানজাহান আলী থানা পুলিশের ওসি মো. কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
এ বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) কেএমপি নাজমুল হাসান রাজীব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।
এ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও খুলনা জেলা রাত ৮ টায় কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।