• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

আগে স্থানীয় সরকার নির্বাচন করা মানে আ.লীগকে আবার ফিরিয়ে নিয়ে আসা: টুকু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৩৯ পিএম

আগে স্থানীয় সরকার নির্বাচন করা মানে আ.লীগকে আবার ফিরিয়ে নিয়ে আসা: টুকু

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে।

পাবনা প্রতিনিধি

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, সংস্কার করেন সমস্যা নাই। তবে তাদের দায়িত্ব স্থানীয় নির্বাচন করা নয়। তাদের কাজ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। স্থানীয় নির্বাচনের অর্থ আবার আওয়ামীলীগকে ফিরিয়ে আনা। আর ইউপি নির্বাচন করতে দুই বছর লাগবে। এতে পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন। সেই সুযোগে এই সরকার আরো দীর্ঘসময় থেকে যাবে। তাই আগে জাতীয় নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্যে ইকবাল মাহমুদ টুকু আরো বলেন, তাদের সংস্কার তো আমরা প্রত্যাখ্যান করি নাই। আমরা শুধু কোন কোন জায়গায় একমত নই তা জানেয়ে দিয়েছি। এখন একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় সেটা তো মানবো না।

প্রতিবেশি ভারতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি বড় প্রতিবেশি, কিন্তু যদি সবসময় মোড়লগিরি করতে চান, তাহলে বাংলাদেশর মানুষ তা মানবে না৷ আপনি যে ভাল প্রতিবেশি তার প্রমাণ দিতে পারছেন না।

জেলা বিএনপির সদস্র সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ অনেকে।

এর আগে ব্যানার ফেস্টুন মিছিল নিয়ে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ