• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

বিএনপিতে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই: দুলু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:৫৪ পিএম

বিএনপিতে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই: দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান নেই। অথচ দলে আসার জন্য তারা অপচেস্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকবে হবে।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচয় ও কর্মী সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক থাকব। আগামীতে তার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে।

তিনি বলেন, বিগত ৪২ বছর শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসিকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ দলের সুদিনে সুযোগ সন্ধানী অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন।

তাদের সব অপচেষ্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানীদের কোনোভাবে দলে স্থান দেওয়া যাবে না।
দুলু আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন, তা দেশের জনগণ জবাব দেবে। দেশ নিয়ে অনেকবার চক্রান্ত হয়েছে কিন্তু কেউ সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। দীর্ঘ ১৬ বছর আমরা একসঙ্গে ছিলাম এবং মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকব -ইনশাআল্লাহ।

জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ও জেলা বিএনপির  আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপি সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নবগঠিত আহ্বায়ক কমিটির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, দাউদার মাহমুদ, ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা ও উপজেলার নেতারা।  

এছাড়া জেলার সাতটি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ