• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রায় জনস্রোত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:০৯ পিএম

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রায় জনস্রোত

তিস্তা বাঁচানোর পদযাত্রায় জনস্রোত। ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরো

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়কসেতু থেকে এই কর্মসূচি শুরু হয়।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক এই কর্মসূচি মঙ্গলবার শেষ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা-এই তিন জেলার তিস্তা নদীর ১১টি পয়েন্টে কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান ভার্চুয়ালি সমাবেশে যোগ দেয়ার পর বিকেল ৪টার দিকে সমাপনী বক্তব্য দেবেন।

এদিকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান, জনতার সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি। রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু-সংলগ্ন পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিস্তা বিস্তৃত রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামের ১১টি পয়েন্টে অনুষ্ঠানরত স্মরণকালের এই বৃহৎ কর্মসূচিতে যোগ দিয়েছেন এ অঞ্চলের সর্বস্তরের লাখো মানুষ। প্রথম দিনের মতো আজ সমাপনী দিনেও সকাল থেকেই ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’। সেই সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সংগীত, নৃত্য, খেলাধুলা চলছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ