• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে পঞ্চগড় পৌর বিএনপির আবারো নতুন কমিটির অনুমোদন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৫৪ পিএম

তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে পঞ্চগড় পৌর বিএনপির আবারো নতুন কমিটির অনুমোদন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে পৌর বিএনপির আবারো ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দফতর সম্পাদক এ্যাড. মো তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লবের যৌথ সাক্ষরে পঞ্চগড় পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গুলোর অনুমোদন হবে। 
পরে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী কেন্দ্র থেকে এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে আরো ১০ জন সদস্য যোগ করে সদস্য সচিব পদটি বিলুপ্ত করা হয়।

এদিকে, গত ২০২৪ সালের ২১ নভেম্বর পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামকে আহ্বায়ক ও জেলা জজ আদালতের জিপি এ্যাড. আব্দুল বারীকে সদস্য সচিব করে পঞ্চগড় পৌর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।  পরে ওই বছরের ১৫ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

পরিচিতি সভার পরে নতুন আহ্বায়ক কমিটি পৌর বিএনপির ৯টি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করেন বলে জানা গেছে। কমিটিগুলোর অনুমোদন দেন পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম এবং সদস্য সচিব এ্যাড. আব্দুল বারী।

পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বলেন, ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির তালিকা পেয়েছি। এর আগের কমিটি এবং বর্তমান কমিটি দুটোতেই আমি আহ্বায়ক। তবে ইতিমধ্যে পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব বলেন, আগের আহ্বায়ক কমিটির সাথে আরো ১০ জনকে যুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  তবে এর আগের কমিটিতে আমি ছিলাম না। তাছাড়া আমরা সবাইতো বিএনপির। আহ্বায়কের সাথে আলোচনা করে কমিটির বাকী কাজগুলো করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে পঞ্চগড় পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। যাতে পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামকে আহ্বায়ক, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম আখতারুজ্জামান শাহজাহান সদস্য সচিব ও আব্দুল্লাহ আল মামুন রনিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে ২০১৯ সালে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ