• ঢাকা বৃহস্পতিবার
    ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

সাতক্ষীরায় অনুপম ঘোষ নামের এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৬:০৩ পিএম

সাতক্ষীরায় অনুপম ঘোষ নামের এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কর্মরত অনুপম ঘোষ নামের এক পুলিশ সদস্যের ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত পুলিশ কনস্টেবল বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে এবং সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত। প্রাথমিক ভাবে পুলিশ বলছে, আত্মহত্যায় মৃত্যু হয়েছে ওই পুলিশ সদস্যের।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, অনুপমের কোন সন্তান নেই। জেলা পরিষদের উত্তর দিকে ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে থাকতো। সেখানে আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

তবে সাতক্ষীরার সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত ডিউটি ডাক্তার এবিএম আক্তার মারুফ জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি ভিক্টিম (অনুপম) গলায় দড়ি দিয়ে আত্মহত্যার করেছেন জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার গলায় কোন দাগ প্রাথমিকভাবে আমরা দেখিনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ