• ঢাকা বৃহস্পতিবার
    ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১
ফসল হানির শঙ্কায় কৃষক

আন্দোলনের একদিন আগে ভারতের উজানের ঢলে হঠাৎ শুষ্ক তিস্তায় পানি বৃদ্ধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:৫৯ পিএম

আন্দোলনের একদিন আগে ভারতের উজানের ঢলে হঠাৎ শুষ্ক তিস্তায় পানি বৃদ্ধি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সহ তিস্তাপাড়ে পানির ন্যায্যহিস্যার দাবিতে  টানা দুইদিনের কর্মসুচির এক দিন আগে হঠাৎ শুস্ক তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানি পাশ করে দিতে বন্ধ থাকা ব্যারেজের ৪৪টি গেটের নিচের অংশ খুলে রাখা হয়েছে। পানির কিছু রিজার্ব করে রাখা হচ্ছে ব্যারাজ প্রকল্পের সেচ ট্যাংকে।

শনিবার( ১৫ ফেব্রুয়ারি) রাতে ব্যারাজের পানি পরিমাপক রহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল থেকে হঠাৎ উজান থেকে পানি এসেছে। পানি পাস করে দেয়ার জন্য জলকপাট গুলো নিচ থেকে  চার পাঁচ ফুট করে খুলে রাখা হয়েছে।

অসময়ে তিস্তার পানি ছাড়ার কারণের পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কোনো কর্মকর্তা কিছু জানাতে পারেনি।
কৃষক রাকিবুল ইসলাম বলেন, তিস্তার চরে তামাক, ভুট্টা আলু, পেঁয়াজ আর মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। পানি বৃদ্ধি পেলে তার ফসলের অনেক ক্ষতি হবে।

মাঠ পর্যায়ের কয়েকজন কৃষি কর্মকর্তা বলেন, পানির ঢল চলে আসলে আবাদ করা ভুট্টার ক্ষতি হবে। মিষ্টি কুমড়া শতভাগ নষ্ট হবে। পেঁয়াজ-রসুন আঁশি ভাগ নষ্ট হবে। গমের ক্ষতি হবে। মাঠের আলুর দশ ভাগ ক্ষতি হবে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে সর্বস্তরের জনগণকে নিয়ে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নদীপাড়ে অবস্থান কর্মসুচি দিয়েছেন। তার ডাকা স্থানীয় এই আন্দোলনটি জাতীয় ইস্যুতে দাঁড় হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ