• ঢাকা বৃহস্পতিবার
    ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

রাঙ্গামাটি রাবিপ্রবি‍‍`র চারটি একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৫১ পিএম

রাঙ্গামাটি রাবিপ্রবি‍‍`র চারটি একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  স্থাপন (২ য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অর্থায়নে নির্মিতব্য চারটি একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চান্সেলর  প্রফেসর ড.মো আতিয়ার রহমান আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবনগুলো নির্মাণ কাজের উদ্ভোধন করেন ।

ভিসি আশা প্রকাশ করে বলেন, একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ  হলে ২০২৬ সালের মাঝামাঝি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণতা লাভ করবে।  

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রকল্প পরিচালক আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।

প্রকল্পের ১ম পর্যায়ে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন , দুই টি ছাত্র- ছাত্রী হল, একটি বৈদ্যতিক সাব স্টেশন সহ বিশ্ববিদ্যালয়ের লিংক রোড নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে ৭২ কোটি টাকা ব্যয় হবে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ