
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:০৩ পিএম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। আজ রোববার বেলা ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন। যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে আখেরি মোনাজাত।
রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।
আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও নজরদারি বাড়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। আর এর মধ্য দিয়েই শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা।