• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তুরাগ তীরে সাদ‌পন্থীদের ইজতেমা শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১০:৪৫ এএম

তুরাগ তীরে সাদ‌পন্থীদের ইজতেমা শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। গতকাল বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করছেনমাওলানা আব্দুস সাত্তার  (নিজামুদ্দিন)।

ইজতেমার এই পর্বে অংশ গ্রহণ করছেন নিজাম উদ্দিন মারকাজের তাবলীগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

সারা দেশ থেকে আসা মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় এসে অবস্থান করছেন। এ ছাড়া এসেছেন সহস্রাধিক বিদেশি মুসল্লি। মূল ইজতেমা ময়দানকে ৮৫ টি খিত্তায় ভাগ করা হয়েছে।

ইতোমধ্যে আসা মুসল্লিদের ওযু, গোসলের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ময়দানে কাজ করছেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেবা সংস্থা।

তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার প্রথম দিন বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার  (নিজামুদ্দিন)। সকাল সাড়ে ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হবে তালিম। এদিন বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ জুমার নামাজ। জুমার নামাজ পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম।

এদিকে, ইজতেমা ঘিরে ব্যবস্থা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ের। মূল ময়দানকে ৫ সেক্টরে ভাগ করে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবার ৫৮তম বিশ্ব ইজতেমা।

আর্কাইভ