• ঢাকা বৃহস্পতিবার
    ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১
লালমনিরহাটে ২৭ মামলার আসামী

বিএনপি’র নেতা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৮:০২ পিএম

বিএনপি’র নেতা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

২৭ মামলার আসামী লালমনিরহাট জেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মেসার্স এম.এস.এম ব্রিকস্ এর পরিচালক এ.এস.এম. শামসুজ্জামান সেলিম গ্রেফতার হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় লালমনিরহাট সরকারী কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ.এস.এম. শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামী। তার বিরুদ্ধে ৩ টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য ১২ টি ওয়ারেন্ট সহ মোট ১৫ টি ওয়ারেন্ট রয়েছে। লালমনিরহাট জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়।

এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  নূরনবী নিশ্চিত করেছেন।

অপরদিকে আদিতমারী সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আহসাদ মোঃ মোনতাজিম কে আদিতমারী  উপজেলা  গেটের সামন থেকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। তাকে রংপুরের বদরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক বাদশা ওসমানী হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ