• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক আরও ৪৮

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:৩৭ এএম

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক আরও ৪৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মহানগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় নয়জন, বাসন সাতজন , কোনাবাড়ি চারজন , গাছা পাঁচজন,  পূবাইল তিনজন, কাশিমপুর এক, টঙ্গী পূর্ব তিন, টঙ্গী পশ্চিম চার ও ডিবি থেকে চার জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশ ৫টি থানায় আটজনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে অব্যহত রয়েছে। প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। নতুন আরও ৮ জনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ