• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

পঞ্চগড়ে দুই ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:৪৪ পিএম

পঞ্চগড়ে দুই ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন না মেনে ফসলি জমি থেকে মাটি কেটে পরিবহনের দায়ে দুই ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন লঙ্ঘন করে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় পরিবহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার লক্ষীদ্বার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স কেএমআর ব্রিকসের মালিক মিজানুর রহমান ও মেসার্স এসএবি ব্রিকসের মালিক সাবিনা ইয়াসমিনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারায় ইটভাটা দুইটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ভ্রাম্যমাণ আদালতে নগদ প্রদান করেন ইটভাটা দুইটির ম্যানেজারেরা। পরে জরিমানার অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এসময় পরিবেশ অধিদপ্তরে পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ