• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ঋণগ্রস্থ হয়ে কিডনি বিক্রির বিজ্ঞাপন সেই দম্পতিকে ইজিবাইক কিনে দিলেন প্রশাসক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:৪২ পিএম

ঋণগ্রস্থ হয়ে কিডনি বিক্রির বিজ্ঞাপন সেই দম্পতিকে ইজিবাইক কিনে দিলেন প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকার নবীউল্লাহ ও জাহানারা দম্পতি ঋণগ্রস্থ হয়ে সম্প্রতি নিজেদের কিডনি বিক্রির বিজ্ঞাপন দেন। মেয়ে নিতু থ্যালাসেমিয়া এবং ছেলে জিহাদ অ্যাজমায় আক্রান্ত। তাদের চিকিৎসা করা সহ অভাবে পড়ে বিভিন্ন এনজিও থেকে বড় অঙ্কের টাকা তুলে ঋণে পড়েন এই দম্পতি। পরিবারটির দুবেলা খাবার জোটানোই কষ্টকর হয়ে পড়েছিল। কিডনি বিক্রির বিজ্ঞাপনের পর বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত হলে জানতে পারেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সাবেত আলী। তিনি এই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ^াস দেন। সেই মতে বুধবার বিকেলে অসহায় নবীউল্লাহকে একটি নতুন অটোরিকশা কিনে দেন তিনি।

জেলা পরিষদের মাধ্যমে এই অটোরিকশা কিনে দেয়া হয় তাকে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে নবীউল্লাহর হাতে অটোরিকশার চাবি তুলে দেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান উপস্থিত ছিলেন। অটোরিকশা পেয়ে দারুন খুশি নবীউল্লাহ। তিনি বলেন, রিকশা চালিয়ে অন্তত দুবেলা খাবার জোগানো যাবে। জেলা প্রশাসকসহ যারা আমাকে এভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন সবার আল্লাহ ভালো করুন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন জানতে পারি এই অসহায় দম্পতি ঋণে পরে তাদের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন তখন পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছি। যেন এই অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালাতে পারেন এবং ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারেন।

আর্কাইভ