• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সৈয়দপুরে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ রিকশাভ্যান বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:০৩ পিএম

সৈয়দপুরে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ রিকশাভ্যান বিতরণ

নীলফামারী প্রতিনিধি

 নীলফামারীর সৈয়দপুরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে পাঁচটি ব্যাটারীচালিত রিকশাভ্যান বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিপ্তরের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ওই রিকশাভ্যানগুলো প্রদান করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা  পরিষদ কার্যালয়ের সামনে সুবিধাভোগীদের হাতে এসব রিকশাভ্যান তুলে দেয়া হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী উপস্থিত থেকে পাঁচজন সুবিধাভোগীর হাতে রিকশাভ্যানগুলো তুলে দেন।

এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান, উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী ও  ইউনিয়ন সমাজকর্মী মো. টুটুল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তর থেকে চার্জার রিক্সাভ্যান প্রাপ্ত সুবিধাভোগীরা হচ্ছেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি আশ্রয়ণের মোছা. ছাবিউন বেগম, কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ওয়াপদাপাড়ার মোছা. তহিমা খাতুন, বোতলাগাড়ী কিসামত কাদিখোল এলাকার শ্রীমতি শরোতি বালা, বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়ার (মুন্সীপাড়া) মো. নান্দু মামুদ ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কিসামত পালপাড়ার শ্রীমতী মহান্ত।

সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, সুবিধাভোগীরা সকলেই অসহায় দুস্থ  ব্যক্তি। মূলত এতোদিন তারা ভিক্ষাবৃত্তি করে জীবননির্বাহ করে আসছিলেন। সমাজ সেবা অধিদপ্তরের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তাদের একটি করে  ব্যাটারিচালিত রিকশাভ্যান প্রদানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি এখন থেকে অসহায়,দুস্থ এ সব মানুষগুলো প্রতিদিন চার্জার রিকশাভ্যান থেকে উপার্জিত অর্থে তাদের জীবন নির্বাহ করতে পারবেন।  

আর্কাইভ