• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

হত্যাচেষ্টা মামলায় সৈয়দপুরে মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৩৪ পিএম

হত্যাচেষ্টা মামলায় সৈয়দপুরে মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

 হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর  সৈয়দপুরে এক মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোছা. ববি পৌর ১২ নং ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী। তিনি সাবেক পৌর মেয়র রাফিকা আকতার বেবীর সাথে সার্বক্ষণিক সঙ্গ দিতেন।  

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম।  একই বছর ৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।  উক্ত মামলায় মোছা. ববিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে  সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আর্কাইভ