• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক ও চাল বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:২৭ পিএম

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক ও চাল বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে তিন লাখ ৭১ টাকার অনুদানের চেক  এবং ৫১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ পরিষদ থেকে পৃথক পৃথকভাবে ওই অনুদানের টাকার চেক ও চাল প্রদান করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ওই অনুদানের টাকার চেক ও চালের ডিও হস্তান্তর করা  হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী উপস্থিত থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ওই টাকার চেক ও চালের ডিও তুলে দেন।

এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু ছাইদ,উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোহাম্মদ আবু রায়হান, উপজেলা অফিসার নির্বাহী অফিসারেরকার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীম, উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার কাশিরাম রেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি পরিবারের সর্বস্ব এবং ৫টি পরিবারের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পরিবারগুলোর অর্ধ কোটি টাকার ঘরবাড়িসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে।

আর্কাইভ