• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আস্থা যুব উৎসব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:১৬ পিএম

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আস্থা যুব উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় যুব উৎসব উৎযাপিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) জেলা শিল্পকলা একাডেমিতে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের আলোচনা সভায় জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।  বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। স্বাগত বক্তব্য দেন জেলা যুব ফোরামের আসাদুল্লাহ আল মাসুদ।

পরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক সঞ্জিব দাশ। মডারেটর ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির।

এর আগে শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন, ফেস্টুন উড়িয়ে যুব উৎসবের উদ্বোধন করা হয়। পরে জেলার ৭টি উপজেলার যুব ফোরামের স্টল পরিদর্শন করেন অতিথিরা।

উপস্থিত ছিলেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম-আহবায়ক ফারজানা রুবি মুক্তি, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, আস্থা প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ, জেলা সমন্বয়কারী মাসুদ রানা, ফিল্ড অফিসার বিপুল রায় সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতি নির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুণদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম।
উৎসবে সাতক্ষীরা জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মণিপুরী নৃত্য, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান মনিরুজ্জামান ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন। 

আর্কাইভ