
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১১:২৩ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলেয় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বোধগোজ বর্ষালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলগুলো জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে আটোয়ারী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
জব্দকৃত ফেন্সিডিলের সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার টাকা।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ ফেব্রুয়ারি) গভির রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বোধগোজ বর্ষালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় দুলাল আলী নামে এক স্থানীয় মাদক চোরাকারবারি বাড়িতে অভিযান পরিচালনা করে ১২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে অভিযান দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী সহ কারবারিরা পালিয়ে যায়। পরে মাদকগুলো জব্দ করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মঈনুদ্দীন কবির বলেন, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিয়ে সোমবার গভির রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেন্সিডিল জব্দ করা হলেও উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি দুলাল আলী ও প্রতিবেশী মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।