• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
লালমনিরহাটে

জেলা প্রশাসনের আয়োজনে মিনি ম্যারাথন ও বাইসাইকেলে রেস ও বিসিক মেলা উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৯:৩৪ পিএম

জেলা প্রশাসনের আয়োজনে মিনি ম্যারাথন ও বাইসাইকেলে রেস ও বিসিক মেলা উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি

জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে ‍‍`এসো দেশ বদলাই পৃথিবী বদলাই‍‍` স্লোগানে লালমনিরহাটে তারুণ্যর উৎসব -২০২৫  মিনি ম্যারাথন ও বাইসাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লালমনিরহাট থেকে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই ম্যারাথন ও বাইসাইকেল রেস এর উদ্ভোদন করেন। পরে শহরের কালেক্টরেট মাঠে বিসিক উদ্যেক্তা মেলায় এসে তা শেষ হয়। এসময় নতুন বাংলাদেশ  বির্নিমানে ফিতা কেটে তারুণ্যর উৎসব বিসিক মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

১০ দিন ব্যাপী এই মেলায় থাকছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের স্টল, চারু ও কারো পণ্যের স্টল, পাট ও পাটজাত পন্যের স্টল, স্থানীয় পিঠা পুলির স্টল, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা উদ্যোক্তাদের স্টল, সরকারি পর্যায়ে প্রধানকৃত যুব ও তরুণদের বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সেবা সমূহের স্টল রয়েছে। এছাড়াও থাকছে জেলা প্রশাসনের প্যাভিলিয়ন, যাতে থাকবে জেলার বিভিন্ন লোকজ ঐতিহ্যের চেয়ে প্রদর্শনী ও ছাত্র- জনতার গন- অভ্যুত্থানের উপর বিভিন্ন প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট  জেলা সরকারি কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ মেলা জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। 

আর্কাইভ