• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাউফলে অপারেশন ডেভিড হান্টে গ্রেফতার ০৫

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:১৮ পিএম

বাউফলে অপারেশন ডেভিড হান্টে গ্রেফতার ০৫

পটুয়াখালী প্রতিনিধি

সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর বাউফলে গতকাল রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাতে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার আবুল হোসেনের ছেলে মো: রিয়াজ হাওলাদার (৩৮) নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আ: ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো: জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো: সোহাগ মৃধা (৩০), একই ইউনিয়নের গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন নবাব হোসেন সিকদারের ছেলে মো: বজলু শিকদার (৫০)।

বাউফল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বাউফল থানায় ২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখের দায়েরকৃত বিস্ফোরক মামলা নং-০৯ তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩৩/৬  ধরায় গ্রেফতারকৃতদের পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হবে।

আর্কাইভ