• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ঝালকাঠিতে বাস চাপায় মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারি নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:১৯ পিএম

ঝালকাঠিতে বাস চাপায় মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারি নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বাস চাপায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের  আইসিটি ল্যাব সহকারি শুকদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন। 

সোমবার বিকাল তিন টার দিকে ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুকদেব মন্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত. দেবেন্দ্র মন্ডল এর ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, বিদ্যালয়ের কর্তব্য শেষ করে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রন খেতে যায়। খাওয়া শেষ করে অটোরিক্সা যোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন । হঠাৎ অটোরিক্সা থেকে ছিটকে পরলে একটি বিআরটিসি বাস চাপায় গুরুতর আহত হন শুকদেব। 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শুকদেব মন্ডলের নিকট আত্মীয় অমিত মন্ডল বলেন,‘ দুই বছর আগে বাবাকে হারায় শুকদেব, আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার বাড়িতে চার শত লোকের খাবারের আয়োজন ছিল বাজারও করা হয়েছে কিন্তু বাস চাপায় শুকদেব এর মৃত্যুতে সব শেষ হয়ে গেল। 

ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ অটোরিক্সা থেকে পরে বাস চাপায় শুকদের মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।

আর্কাইভ