• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গাজীপুরের হামলার প্রতিবাদ ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:১৪ পিএম

গাজীপুরের হামলার প্রতিবাদ ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নগরীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। গাজীপুরে ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি, জুলাই আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এখনও আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের সমালোচনাও করা হয়।

মশাল মিছিল হয়েছে বরিশালেও। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময়, হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে তারা।

কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্রজনতার ওপর হামলার নিন্দা জানানো হয়। সেইসাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। শহরের রাজারহাট মোড় থেকে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মজমপুর গেটে গিয়ে তা শেষ হয়। এ সময়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলে ধরেন বক্তারা।

এদিকে, গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরেও মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। সন্ধ্যায় জেলার অক্সফোর্ড স্কুল চত্বর থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

আর্কাইভ