• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ফেসবুকে পোস্টের জেরে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষককে অবরুদ্ধ করে ডিম নিক্ষেপ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:১৩ পিএম

ফেসবুকে পোস্টের জেরে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষককে অবরুদ্ধ করে ডিম নিক্ষেপ

লালমনিরহাট প্রতিনিধি

ফেসবুকে বিতর্কিত এবং উষ্কানিমূলক পোস্ট দেয়ায় লালমনিরহাট সরকারী কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক দেব দুলাল গুহোকে ডিম নিক্ষেপ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্র সমন্বয়করা। এসময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে তাকে নিয়ে যায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সরকারী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। এসময় শিক্ষক দেব দুলালকে লালমনিরহাট জেলা থেকে প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে ছাত্ররা।

ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে- ছাত্র আন্দোলন, অন্তবর্তী সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন এই শিক্ষক। এছাড়া ফিলিস্তিন রাষ্ট নিয়ে উস্কানীমূলক পোস্ট দিয়েও সাধারন মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন তিনি।

এই শিক্ষকের ফেসবুকে একাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করে একটি পোস্ট দিয়েছিলেন। ফেসবুক ওয়ালে চে গুয়েভারার বিভিন্ন উক্তি সংবাদ মাধ্যমগুলোর খবর শেয়ার করে পোস্ট দিতেন। তিনি লেখেন"বঙ্গবন্ধু ও শহীদ জিয়াকে মুছে ফেলে ওরা কেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। মাইনাস টু ফর্মুলাও বাস্তবায়িত হয়ে গেছে। এখন ছাত্রদের নতুন দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেই ষোল কলা পূর্ণ হয়।"

শিক্ষক দেব দুলাল সম্পর্কে কলেজটির অধ্যক্ষ বলেন, কেউ যদি নিজেকে বাঁচাতে না চায় তাহলে আমরা কি করবো। তার তো বাঁচার কোনো চেষ্টাই নাই। ছাত্ররা তাকে ঘেরাও করে রাখে। তখন কেউ তাকে বাঁচাতে যায়নি। সে নিজেই পুলিশকে অনুরোধ করে চলে গেছে। পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুরে পাঠিয়ে দেবে। এসময় সে ছুটিতে থাকবে। মৌখিক ভাবে হলেও ছুটি দিতে হবে।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, দেব দুলালের নামে কোনো অভিযোগ নেই। তাকে আমরা আটক করে রাখবো কেনো। সে তার দেশের বাড়িতে যাবে। ফেসবুক পোস্ট নিয়ে ছাত্ররা তাকে আটকে রাখে। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। তার বিষয়ে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিবে। আমাদের কাছে ছাত্ররা অভিযোগ করলে, আমরা অভিযোগ তদন্ত করবো।
 

আর্কাইভ