• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ফেসবুকে আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজারে ভাঙ্গার হুমকি দিলেন কৃষকদল নেতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৭:৫৪ পিএম

ফেসবুকে আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজারে ভাঙ্গার হুমকি দিলেন কৃষকদল নেতা

পাবনা প্রতিনিধি

বুলডোজার দিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়ি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামন মাসুম।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে তার নিজস্ব ফেসবুক আইডিতে এই ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলায় কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতাকের্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার প্রকাশ্যে ফেসবুকে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বাড়িঘরও বুলডোজারের আওতায় আনার হুমকি দিলেন উপজেলা কৃষকদলে সভাপতি আখিরুজ্জামান মাসুম।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লেখেন "ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের যেসব দালাল এখনো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, তাদের বাড়ি বুলডোজার কর্মসূচির আওতায় পড়বে এবং তাদের দেখামাত্রই প্রতিহত করা হবে।"

যদিও ৫ আগস্টের পর থেকে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা গা ঢাকা দিয়েছেন। ফলে এই পোস্টের কারণে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বিভিন্নভাবে গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইছেন।

কৃষকদল সভাপতির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন, এতে জনমনে আরও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে এই উসকানির বিষয়ে বিএনপির ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু সায়েম সরকার তার ফেসবুকে লিখেছেন "বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) জনমানুষের জন্য রাজনীতি করে। মানুষের ভোগান্তি হয় এমন কোন কাজ বিএনপি ও তার অঙ্গসংগঠন করে না। যদি কেউ ভাংচুর অগ্নিসংযোগ করার উসকানিমূলক কথা বলে সেটা তার ব্যাক্তি দায়। বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এমন জনবিরোধী কাজ সমর্থন করে না"।

কখন শুরু হবে বুলডোজার কর্মসূচি, এমন প্রশ্নের জবাবে উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম যুগান্তরকে জানান, তার ফেসবুক স্ট্যাটাস মূলত আওয়ামী লীগের সমর্থকদের জন্য একটি বার্তা। তিনি বলেন, "যদি তারা ফেসবুকে এমন কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তবে প্রতিহত করা হবে।"

"আপনার এই স্ট্যাটাসের কারণে যদি কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে আওয়ামী লীগের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন"-এমন প্রশ্নের জবাবে আখিরুজ্জামান মাসুম বলেন, "যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।"

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।

তবে সংশ্লিষ্ট ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

আর্কাইভ