• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:২৭ পিএম

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে৷ ভবনটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়৷ মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলটি শহরের চাষাঢ়ায় বায়তুল আমানের সামনে এসে পৌঁছালে শুরুতে বড় আকারের হাতুড়ি দিয়ে ভবনটির দেয়াল ভাঙতে শুরু করেন লোকজন৷ পরে একটি বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেয়া হয়৷

রাত সাড়ে আটটা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটি ভাঙার কার্যক্রম অব্যাহত ছিল এবং বাইরে বিএনপি নেতা-কর্মী ও উৎসুক জনতার উল্লাসও দেখা যায়৷

এর আগে, দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ এ সময়ও নেতৃত্বে ছিলেন বিএনপির ওই দুই নেতা৷

দুপুরেই বায়তুল আমান ভবনটিও ভেঙে ফেলার ঘোষণা দেয়া হয়৷

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ