প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:০২ পিএম
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে `মার্চ ফর জাস্টিস` শোভাযাত্রা এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুণ্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুল হক তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।