• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মোংলায় শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিল বিক্ষুব্ধ ছাত্রজনতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৩৯ পিএম

মোংলায় শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিল বিক্ষুব্ধ ছাত্রজনতা

বাগেরহাট প্রতিনিধি

ছাত্র-জনতার তোপের মুখে মোংলায় আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্রজনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর বিভিন্ন দপ্তরের সম্মুখে স্থাপিত এসব ম্যুরাল ভাঙেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দিনভর পৌর শিশুপার্ক, মুক্তিযোদ্ধা ভবন, উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়৷

প্রতিবাদকারীরা ‍‍`জ্বালো জ্বালো, আগুন জ্বালো‍‍`, ‍‍`ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা‍‍`, ‍‍`দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা‍‍`, এমন নানা স্লোগানে পৌর শহর প্রকম্পিত করে তোলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দরা বলেন, শেখ মুজিবের ম্যুরালগুলো ফ্যাসিবাদের প্রতীক। এগুলোকে বিগত সময়ে অতি ভক্তি দেখাতে দেখাতে স্রষ্ট্রার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই প্রতীকগুলো দেখে আগামীতে যাতে কেউ ফ্যাসিবাদে অনুপ্রাণিত না হয় সেজন্য আমরা এগুলো ভেঙে দিয়েছি।

এসময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ, সংগঠক মো: ইব্রাহীম শেখ, মো: তন্ময়সহ বিক্ষুব্ধ ছাত্রজনতা উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মোংলায় শেখ মুজিবর রহমান‍‍`র ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ