প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:০৪ পিএম
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাবনা জেলার ৬ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের অর্থায়নে এই অর্থিক সহায়তা প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশন (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ।
বিভাগীয় কমিশনার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসকের নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, জেলা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি এস এম আলম ।
অনুষ্ঠানে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পাবনা জেলার ৬জন শহিদ পরিবারের মাঝে ২লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।