![CityNews Dhaka](https://www.citynewsdhaka.com/media/common/logo-new-red.png)
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:৪৯ পিএম
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী একদল শিক্ষার্থী জেলা আ`লীগ অফিসের সামনে এসে ঘৃণা প্রদশর্ন ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে৷
বুধবার ৫ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে জেলা শহরে একদল শিক্ষার্থী বিভিন্ন রকমের স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়৷
এছাড়াও একিসময়ে জেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করে এবং নানান রকমের স্লোগান দেয়৷
বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরাফ আলী সোহান বলেন,`দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী পলাতক শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে আবারো বিশৃংখলা তৈরি করা পায়তারা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে। পলাতক হাসিনা ভারত থেকে বক্তব্য দেয়ার প্রতিবাদে ৩১ নম্বর বাড়ি গুড়িয়ে দেয়া হচ্ছে, তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে ৪ আগষ্ট ধসিয়ে দেয়া আওয়ামী অফিসে পাবলিক টয়লেট লিখে ফ্যাসিবাদ পতনের অর্ধ বার্ষিকী উৎযাপন করেছে এবং মিছিল করে ছাত্র জনতা।
তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোন ঠাঁই হবে না। তারা যদি তাদের কর্মসূচির পালন করে তবে ছাত্রজনতা ৫ আগষ্টের মতই ফ্যাসিবাদের প্রতিরোধে কার্যক্রম ঘোষণা করবে। প্রয়োজনে ছাত্রজনতা বুল্ডোজার দিয়ে ফ্যাসিবাদের চিহ্ন গুড়িয়ে দিবে।