• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

পাবনায় গুড়িয়ে দেয়া হলো আ.লীগ কার্যালয়; শেখ পরিবারের নামফলক ভাংচুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:২৪ পিএম

পাবনায় গুড়িয়ে দেয়া হলো আ.লীগ কার্যালয়; শেখ পরিবারের নামফলক ভাংচুর

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে ঈশ্বরদী আ.লীগ কার্যালয়। মুছে ফেলা হচ্ছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক। বুধবার দিবাগত মধ্যরাতে।

পাবনা প্রতিনিধি

ধানমন্ডি ৩২ এর বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে উত্তরের জেলা পাবনাতেও। মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।

এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেয়া হয়েছে।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলকও মুছে ফেলা হয়েছে। এছাড়াও ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো ‍‍`ঘৃণাস্তম্ভ‍‍` ভেঙে গুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতের পর থেকে এই সব ঘটনা ঘটে।

এর আগে রাত ৯টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহীদ চত্বরে শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বৈষম্য ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুন:প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত‌ পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম (ভাংচুর) কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ