• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গণহত্যার বিচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১৯ পিএম

গণহত্যার বিচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে দলটির সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই সাথে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলার জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের দালালেরা বাংলাদেশের সেই ষড়যন্ত্রকে প্রচার ও মানুষকে বিভ্রান্তে ফালানোর জন্য তারা নানান ভাবে চক্রান্ত করছে। অতএব আওয়ামী লীগ যারা করেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই প্রত্যেকটি আওয়ামী লীগের নেতার বিচার হতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সাধারণ সম্পাদক কারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা মো. সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ