• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ফরিদপুরের তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১০ পিএম

ফরিদপুরের তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুর প্রতিনিধি

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফরিদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 
নবগঠিত জিরো ওয়েস্ট ব্রিগেড এর সহযোগিতায় জেলা পরিষদ, ফরিদপুরের আয়োজনে বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি)  সকালে জেলা পরিষদের কার্যালয় সামনে থেকে এ পরিছন্নতা অভিযান শুরু হয়।

সড়কের পাশাপাশি জেনারেল হাসপাতালেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।
পরিবেশ উন্নয়ন ফোরাম সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো্ বাকাহীদ হোসেন।

এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নিজ নিজ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ এলাকা নিজেদের উদ্যোগেই পরিচ্ছন্ন রাখতে পারলেই একটি সুস্থ জীবন পাওয়া সম্ভব। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ