প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৪১ পিএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাঁচুড়িয়া ইউপি`র সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, এস এম মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান জানান, আমি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। এরপর থেকে আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। ব্যবসায়িক কারণে সবসময় ঢাকাতেই ব্যস্ত থাকি। রাজনীতিতে সময় দিতে পারি না। এইজন্য আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।