• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পঞ্চগড়ে আকস্মিক পেট্রোল পাম্প ধর্মঘটে ভোগান্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৩৫ পিএম

পঞ্চগড়ে আকস্মিক পেট্রোল পাম্প ধর্মঘটে ভোগান্তি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পেট্রোল পাম্প মালিকদের তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট শুরু করেছে পেট্রোল পাম্প মালিকরা। কোন নোটিশ বা ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে জেলা শহর সহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল অকটেন বিক্রি করা বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েছেন পরিবহন মালিক, শ্রমিক, মোটরসাইকেল চালকসহ পেট্রোল, ডিজেল ও অকটেন গ্রাহকরা।

পঞ্চগড় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হিরন বলেন, নোটিশের সুযোগ আমরা পাইনি। পঞ্চগড়ে আমাদের পুরাতন একটি ফিলিং স্টেশন উইদাউট নোটিশ বন্ধ করা হয়েছে। আমরা তাৎক্ষণিক রাতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে কোন প্রকার তেল উত্তোলন বিপণন এবং পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমরাও গ্রাহকদের নোটিশ দেওয়ার সুযোগ পায়নি।

আর্কাইভ