• ঢাকা বুধবার
    ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পাবনায় পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পেয়ে ভোগান্তিতে যানবাহন চালকদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৩১ পিএম

পাবনায় পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পেয়ে ভোগান্তিতে যানবাহন চালকদের

পাবনা প্রতিনিধি

‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের ১৬টি জেলার পেট্রোল পাম্পগুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ধর্মঘটের ঘোষণা দেয়।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। অন্যান্য জেলার মতো পাবনা জেলাতেও চলছে এই ধর্মঘট। ফলে তেল না পেয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও ক্রেতারা।

সকালে বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায়, অনেকে পেট্রোল পাম্প বন্ধ ঘোষণার বিষয়টি আগে জানতে পারেননি। যেকারণে পাম্পে তেল নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। অনেককে মোটরসাইকেল ঠেলে নিয়ে এসেও তেল পাননি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

মোটরসাইকেল চালক আব্দুল হালিম বলেন, জানি না তো তেলপাম্প বন্ধ। এখন তেল নিতে এসে দেখি পাম্প বন্ধ। এখন তো মহা মুশকিলে পড়ে গেলাম।

আরেক মোটরসাইকেল চালক সাইদুর রহমান বলেন, মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় শহর থেকে ঠেলে নিয়ে এডওয়ার্ড কলেজের পাশে পাম্পে আসছি তেল নিতে। এখন দেখি তেল দেয়া হচ্ছে না। শুনছি যে তেল পাম্প নাকি বন্ধ। এখন আবার গাড়ি ঠেলে নিয়ে বাসায় ফিরতে হবে। এই ভোগান্তির দায় কে নেবে বলেন তো।

লড়ি চালক মোকছেদ আলী বলেন, গতরাতে গাড়ি নিয়ে আসছি শহরে। মালামাল নামিয়ে রাতে এখানেই ছিলাম। সকালে জানালাম তেল পাম্প বন্ধ। এখন পাম্প না খেলা পর্যন্ত পাবনায় বসে থাকা ছাড়া আর কোনো উপায় নাই।

মেসার্স হাইওয়ে পেট্রোল সার্ভিসের ম্যানেজার সঞ্জয় কুণ্ডু বলেন, মালিক পক্ষ ফোন করে জানিয়েছেন সকাল ৮টা থেকে তেল পাম্প বন্ধ রাখতে বলেছেন, তাই তেল বিক্রি বন্ধ। কখন চালু হবে জানা নেই।

পাবনা পেট্রোলিয়ামে,র ম্যানেজার লিটন হোসেন বলেন, শুনেছি নওগাঁতে সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে। সেখানে একটি পেট্রোল পাম্প নাকি ভেঙ্গে দিয়েছে। তার প্রতিবাদে এই ধর্মঘট। তবে মালিক সমিতির সাথে প্রশাসনের আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তাতে পেট্রোল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ। এর প্রতিবাদে ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়েছে। এতে একযোগে বন্ধ হয়ে গেছে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রোল পাম্প।

আর্কাইভ