প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:০৭ পিএম
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনাসহ গণহত্যার সাথে সম্পৃক্তদের বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।
বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখানে মানববন্ধন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
কথিত সরকারের সময়ে যারা গণহত্যা ও গম খুনের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবী ও জানানো হয় মানববন্ধন থেকে।
এ সময় গণ অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুব অধিকারের সভাপতি মোহাম্মদ সাঈদ তুমকো বক্তব্য রাখেন।
পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।